আপনি যদি শিক্ষার্থী হন, পড়াশোনার পাশাপাশি আপনি ঘরে বসেই খুব সহজে আয় করতে পারেন “ফেইসনক” অ্যাফিলিয়েটার হয়ে। এজন্যে অ্যাফিলিয়েটার হয়ে , রেফারার লিঙ্ক আপনার ফেসবুক প্রোফাইল, পেজ, ব্লগ কিংবা ইউটিউবের মাধ্যমে শেয়ার করে, সেই লিঙ্ক থেকে কেউ facenock.com এ রেজিস্ট্রেশন করলেই আপনি পেয়ে যাবেন আপনার কমিশন।
facenok.com এর পক্ষ হতে সবাইকে ঈদুল আযহা এর শুভেচ্ছা
আবারো সেই ত্যাগের মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-আযহা, আগামি ২১ শে জুলাই আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলামধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"।
ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহতায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি। পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়, সেই সাথে ত্যাগের ও এই শুভ প্রত্যায়ে ফেইসনক এর পরিবারের পক্ষ হতে আবার ও ঈদ মোবারক।