হাল ছেড়ে দিও না, মনে রেখ কাজটা যদি সহজ-ই হত তাহলে সবাই তা করতো
জীবনটা হল- সৃষ্টিকর্তা প্রদত্ত একটা উপহার।এখানে আপনি সংগ্রাম করবেন, সুখ আসবে দুঃখ আসবে ঠিক,কিন্তু আপনি তখনই সুখে থাকতে পারবেন যখন নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন।কাউকে কটু কথা বলার আগে ভেবে দেখুন পৃথিবীতে এমন লক্ষ মানুষ আছে যারা কথা বলতে পারেননা।কিন্তু আপনি ভাগ্যবান যে আপনার সেই ক্ষমতা আছে।খাবারের রুচি নিয়ে বা আরো ভালো খাবার নিয়ে অভিযোগ করার আগে ভেবে দেখুন কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ একবেলা খাবারের জন্য যুদ্ধে নেমেছে।অধিক সম্পদশালী হওয়ার জন্য আফসোস করার আগে ভাবুন এখনো কতশত মানুষ গৃহ হারা, কতশত মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়।। মা-বাবার সাথে অন্যায় করার আগে ভাবুন